বুধবার ৩০ মার্চ ২০২২ - ২১:৪৭
৫ ইসরাইলির মৃত্যু

হাওজা / অধিকৃত ফিলিস্তিনের বনি বারাক এলাকায় পাঁচ ইহুদিবাদীকে গুলি করে হত্যা করেছে এক ফিলিস্তিনি যুবক।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, প্রতিবেদনে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনের বনি বারাক এলাকায় এক ফিলিস্তিনির গুলিতে ৫ ইহুদিবাদী নিহত হয়েছে।

খবরে বলা হয়েছে, গতরাতে এক ফিলিস্তিনি যুবক "জিয়া হামারশাহ" বনি বারাক এলাকায় ইহুদিবাদীদের উপর গুলি চালায়, যার ফলস্বরূপ ৫ ইহুদিবাদী নিহত হয়। এই অভিযানের পর ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফিলিস্তিনি যুবক বলেছেন, আমরা আমাদের ভূমি দখলকারী ইহুদিবাদীদের নির্মূল করব। ফিলিস্তিনের জমি ফিলিস্তিনিদের।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha